০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

কাউন্টার দখলে নিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৭

আমতলীতে বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় : নয়া দিগন্ত -

আমতলী পৌরসভার বটতলা বাসস্ট্যান্ডের ইউনিক পরিবহন কাউন্টার দখলকে কেন্দ্র করে আমতলী বাঁধঘাট চৌরাস্তায় শনিবার দুপুরে উপজেলা যুবদল ও পৌর বিএনপির সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১১ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, হাসিনা সরকারের পতনের পর আমতলী পৌরসভার বটতলা-ঢাকা বাসস্ট্যান্ডের ইউনিক কাউন্টার নামে একটি কাউন্টারকে দখলে নিতে পৌর বিএনপির আহ্বায়ক কবির ফকির ও উপজেলা যুবদল যুগ্ম-আহ্বায়ক সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদারের মধ্যে বিরোধ হয়। সামসুল হক চৌকিদারের দাবি তার নামে ইউনিক পরিবহন কর্তৃপক্ষ কাউন্টার পরিচালনার দায়িত্ব দিয়েছেন। কবির ফকিরের দাবি তার নামে ইউনিক পরিবহন কর্তৃপক্ষ দায়িত্ব দিয়েছেন। কিন্তু কেউ লিখিত কাউন্টার পরিচালনার কাগজ দেখাতে পারেননি।
দু’জনে কাউন্টার পরিচালনার দায়িত্ব পাওয়ার দাবি করলেও গত চার মাস ধরে কাউন্টারটি কবির ফকির পরিচালনা করছেন। এদিকে গত ২৭ জানুয়ারি ইউনিক পরিবহন কর্তৃপক্ষ সামসুল হক চৌকিদারকে লিখিত কাউন্টার পরিচালনার দায়িত্ব দেন। এরপর থেকে সামসুল হক চৌকিদার কাউন্টার বুঝে নিতে চাইলেও কবির ফকির তা বুঝিয়ে দেননি বলে অভিযোগ সামসুল হক চৌকিদারের।

গত শুক্রবার এ বিষয়ে আমতলী থানায় বৈঠক হয়। কিন্তু পুলিশ সমাধান করে দিতে পারেনি। গতকাল শনিবার সকালে সামসুল হক চৌকিদারের লোকজন কাউন্টার দখল করতে যায়। এ সময় কবির ফকিরের চাচাতো ভাই উপজেলা বিএনপির বহিষ্কৃৃত আহ্বায়ক জালাল ফকিরের দুই ছেলে রাহাত ফকির ও ফরহাদ ফকিরের নেতৃত্বে তার লোকজন এসে বাধা দেন। এ সময় দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হন। আহতরা হলেন রাহাত ফকির (২৯), ফরহাদ ফকির (৩২), আলী (২৫), সামসুল হক চৌকিদার (৪২), রেজাউল চৌকিদার (৩৫), বেল্লাল চৌকিদার (৩০), আল আমিন (৩৭), মিজানুর (৩৫), শহীদ (২১), বায়েজিদ (২৬) ও মিল্টনকে (৩৮)।
আমতলী উপজেলা যুবদল যুগ্ম-আহ্বায়ক সামসুল হক চৌকিদার বলেন, ইউনিক পরিবহন কর্তৃপক্ষ গত ২৭ জানুয়ারি আমাকে লিখিত কাউন্টার পরিচালনার দায়িত্ব দেয়। কিন্তু কবির ফকির কাউন্টার জোরপূর্বক দখলে রেখেছেন।
আমতলী পৌর বিএনপির আহ্বায়ক কবির ফকির বলেন, আমার কাউন্টার সামসুল হক চৌকিদার ও তার লোকজন দখল করতে যায়। এতে আমার লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সামসুল হক চৌকিদার ও তার লোকজন আমার দুই ভাইয়ের ছেলেসহ সাতজনকে কুপিয়ে জখম করেছে।
আমতলী থানার ওসি আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement