ইবি থানা স্থানান্তর সিদ্ধান্তের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- ইবি প্রতিনিধি
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় থানা (ইবি থানা) স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।
কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ এসে সমাধানের আশ^াস দিলে বেলা ২টায় সড়ক ছেড়ে দেয়া হয়। বিক্ষোভকারীরা আগামী দুই দিনের মধ্যে থানা স্থাপন ও স্থানান্তরের যাচাই-বাছাই সংক্রান্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়ার দাবি জানান।
শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি, ইসলামী বিশ^বিদ্যালয় কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে দূরে এবং প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তায় ইবি থানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইবি থানা সরিয়ে নিলে শিক্ষার্র্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্র করে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর কোনো মতামত না নিয়েই ইবি থানা স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। এ ধরনের সিদ্ধান্ত আমরা মেনে নেবো না।
ইবি থানা বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক তৌহিদুল হাসান লাবু বলেন, বিশ^বিদ্যালয়কে অস্থিতিশীল করতেই থানা স্থানান্তরের ষড়যন্ত্র করেছিল ফ্যাসিস্ট সরকার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা