০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা হবে : বাউবি ভিসি

-

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস আয়োজিত কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ, এমপিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘রিসার্চ ক্যাম্পিং-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কেন্দ্রীয় সম্মেলন হলের লেকচার গ্যালারিতে এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় ভিসি বলেন, বাংলাদেশের দক্ষ পেশাদারেরা আরো ভালো সুযোগের আশায় দেশের বাইরে চলে যাচ্ছে। এ ব্রেইন-ড্রেইনের কারণে ক্রমবর্ধমান দক্ষতাসম্পন্ন প্রতিভা সঙ্কটের মুখোমুখি হচ্ছে আমাদের দেশ। এ দিকে বিশ্বের শিল্পজ্ঞান রোবোটিক্সের দিকে ঝুঁকছে এবং চতুর্থ শিল্প বিপ্লব ক্রমে উন্মোচিত হচ্ছে। প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তালমিলিয়ে প্রযুক্তিগুলোর সাথে যুক্ত হওয়ার জন্য প্রয়োজন দক্ষ ও সুশিক্ষিত একদল কর্মীবাহিনী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম এবং সাবেক অতিরিক্ত সচিব ড. এ কে এম মুখলেছুর রহমান।
স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. মো: মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। বক্তব্য রাখেন, স্কুল অব বিজনেসের অধ্যাপক মোস্তফা আজাদ কামাল ও অধ্যাপক ড. কাজী মোহাম্মদ গালিব আহসান। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, এ এইচ এস আহসান হাবিব, মনিরুল ইসলাম, কমান্ডার রেজাউল হাসান ও মো: সুলতান মাহমুদ প্রমুখ।


আরো সংবাদ



premium cement