হত্যা মামলার দায় বিএনপির ওপর চাপানোর অভিযোগ
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৬
চুয়াডাঙ্গায় আহাম্মদ শরিফ ওরফে ছোট বুড়ো (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করে বিএনপি নেতাকর্মীদের ওপর মামলা চাপিয়ে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা। গতকাল শনিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপি এবং এর অঙ্গসংগঠনের ৩৫ জনের বিরুদ্ধে করা এই হত্যা মামলা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে সংবাদ সম্মেলনে তারা দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন- আলমডাঙ্গা উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক মো: আনসার আলী, খাসকররা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
লিখিত বক্তব্যে আলী হোসেন বলেন, আমি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতি করে আসছি। আমরা বিএনপির রাজনীতি করি এ জন্য আমাদের বিভিন্ন মামলা-হামলার মাধ্যমে চাপের মুখে রেখে এতদিন রাম রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগের গুণ্ডা-সন্ত্রাসীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা