রূপগঞ্জে দুই যুবক হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
- রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৬
নারায়ণগঞ্জের রূগগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তারাবো পুরাতন বাজার এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত রাশেদুল ইসলাম (১৮) ও জুনায়েদ আহমেদ হৃদয়ের (২০) হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ করা হয়েছে। গতকাল শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো হাটিপাড়ায় এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনপূর্ব সভায় বক্তব্য রাখেন নিহত রাশেদুলের মা নাজমা বেগম, নিহত জুনায়েদ আহমেদ হৃদয়ের মা রোশেদা বেগম, তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু ও তারাবো পৌর যুবদলের সভাপতি আফজাল কবির প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নিহত জুনায়েদ আহমেদ হৃদয় ও রাশেদুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো এলাকায় অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ, রূপগঞ্জের তারাবো পৌরসভার তারাবো পুরাতন বাজার এলাকায় সন্ত্রাসীদের হামলায় রাশেদুল ইসলাম (১৮) ও জুনায়েদ আহমেদ হৃদয় (২০) গত ৫ ফেব্রুয়ারি নিহত হয়। গতকাল নিহত জুনায়েদ আহমেদ হৃদয়ের চাচা মো: তৌহিদুল ইসলাম বাদি হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, তারাবো এলাকার দুই যুবক হত্যা মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা