এসি ল্যান্ডের অপসারণ দাবিতে বিক্ষোভ
- বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৫
নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের অপসারণের দাবিতে ঝাড়– মিছিল ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধরা। শনিবার দুপুরে উপজেলার বনপাড়া পৌরসভার দিয়াড়পাড়া এলাকায় শতাধিক নারী-পুরুষ এ মিছিলে অংশ নেন। পরে তারা মিছিলসহ বনপাড়া বাজারে সড়ক অবরোধ করেন। পৌরসভার ভেতর দিয়ে বয়ে যাওয়া একটি খাল খননের জন্য বিনা নোটিশে লিজ নেয়া ভূমি থেকে বাসিন্দাদের উচ্ছেদের প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক আশরাফুল ইসলাম বলেন, পৌর শহরের পানিবদ্ধতা দূর করতে খাল খনন করা হচ্ছে। এ খনন কাজ করতে গিয়ে খাস জায়গায় কিছু বাড়িঘর ভাঙা পড়েছে। জনস্বার্থে যতটুকু দরকার ততটুকু জমি থেকেই শুধু উচ্ছেদ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা