০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

ছুটির দিনে জমজমাট সোনারগাঁওয়ে কারুশিল্প মেলা ও লোকজ উৎসব

-

জমে উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। ছুটির দিনে দর্শনার্থীদের ঢল নামে মেলা চত্বরে। গতকাল শুক্রবার ছুটির দিনে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বিশাল চত্বরজুড়ে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। যেন উৎসবে মেতে উঠেছে মেলা চত্বর ও এর আশ পাশ এলাকা। গ্রামের প্রতি নাড়ির চিরন্তন টান আর ভালোবাসার আকর্ষণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে দলবদ্ধভাবে ভিড় করছে উৎসবপ্রেমী মানুষ। আগামী ১৬ ফেব্রুয়ারি শেষ হতে যাচ্ছে মাসব্যাপী এ লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব।
গতকাল শুক্রবার সকাল থেকেই মেলা চত্বরে দর্শনার্থীর ঢল। সোনারগাঁওয়ে ভ্রমণে বা পিকনিকে এসে অনেকে মেলাকে বাড়তি পাওনা হিসেবে কথা বলছেন অনেকেই। কর্মরত কারুময় কারুশিল্পী প্রদর্শনীতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা ৬৪ জন কারুশিল্পী সক্রিয়ভাবে অংশ নেয়।
ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, কারুশিল্পের প্রসারের জন্য প্রতি বছরের মতো আকর্ষণীয় বিভিন্ন খেলা, গান, প্রদর্শনী অনুষ্ঠান ছাড়াও এবারের উৎসবে গ্রাম বাংলার আর্থসামাজিক জীবনের প্রতিচ্ছবি উপস্থাপন করা হয়েছে বৈচিত্র্যময় ভাবে।


আরো সংবাদ



premium cement