সেচের পানি পেয়ে খুশি ২৫০ কৃষক
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া সেচ প্রকল্পের পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল স্থানীয় তালবাড়িয়া ওয়্যার্লেস এলাকায়। সেখানকার লোকজনের বিরুদ্ধে খালের মধ্যে বাঁধ দিয়ে পানি আটকে রাখার অভিযোগ উঠেছিল। যার কারণে মিরসরাই পৌর এলাকার ৫০০ থেকে ৬০০ একর কৃষি জমিতে পানির অভাবে ধান চাষ ব্যাহত হচ্ছিল। পরে এই সমস্যা নিয়ে কৃষকরা স্থানীয় যুবদল নেতা রিয়াদ হোসেনের দারস্থ হন। যুবদল নেতা রিয়াদ তিনি স্বউদ্যোগে উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে খালের মধ্যে দেয়া বাঁধ সরিয়ে পানিপ্রবাহ স্বাভাবিক করে দেন। এতে খালের পানিপ্রবাহ স্বাভাবিক হয়।
তারাকাটিয়া এলাকার কৃষক জানে আলম বলেন, পানির কারণে আমরা সময়মতো চাষাবাদ করতে পারিনি। পানি চলাচল স্বাভাবিক হওয়ায় এবার চাষাবাদ করতে পারব ইনশাআল্লাহ।
স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ রিয়াদ হোসেন বলেন, মিরসরাই পৌর এলাকার প্রায় ২৫০ কৃষক পানির অভাবে বোরো ধান চাষ করতে বঞ্চিত হচ্ছিলেন। আমি স্থানীয় নেতা জাহিদ ভাইয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে এই সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেই। এখন এতগুলো কৃষকের মুখে হাসি ফুটেছে। তাদের জমির পাশে খালে পানিপ্রবাহ স্বাভাবিক থাকায় কৃষকের বোরো ধান চাষ করতে আর কোনো অসুবিধে নেই।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, শুষ্ক মৌসুমে বিভিন্ন এলাকায় কৃষকরা খালের পানি আটকিয়ে নিজেদের জমিতে চাষ করেন। এতে দূরবর্তী এলাকার কৃষকরা পানি পেতে অসুবিধা হয়। এমনটি উচিত না। মিরসরাই পৌর এলাকায় এমন একটি সমস্যা দেখা দিয়েছিল। যেটি এখন আমরা সমাধান করে দিয়েছি। খালের পানিপ্রবাহ এখন স্বাভাবিক রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা