দাউদকান্দিতে বাণিজ্যমেলায় সার্কাসের নামে অশ্লীলতা
- দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
দাউদকান্দি উপজেলা সদর (আর্মি মাঠে) কুটিরশিল্প বাণিজ্যমেলা ও সার্কাসের নামে অশ্লীলতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্তপূর্বক আইনিব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন দাউদকান্দির সুশীলসমাজ, আলেম ওলামাসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।
গত ২৬ জানুয়ারি পৌর সভার (আর্মি মাঠে) একটি বাণিজ্যিক সংগঠন বাণিজ্যমেলা কুটিরশিল্প ও সার্কাসের আয়োজন করে। পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে এই মেলা চলবে বলে মেলা কমিটির কর্মকর্তা মো: রুবেল জানিয়েছেন। কর্তৃপক্ষের যথাযথ অনুমতি নিয়ে এই আয়োজন করেছে বলেও তিনি জানান।
তবে মেলায় কুটিরশিল্প, সার্কাস, ভুতের বাড়ি, নাগরদোলাসহ কেনাকাটার জন্য রয়েছে অসংখ্য দোকানপাট ও খাবার দোকান। খাবার দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, বিভিন্ন দোকানে নিম্নমানের পণ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রেতাসাধারণ এমন অভিযোগও রয়েছে। মাইকের শব্দদূষণে মেলার ২০ গজের মধ্যে জামে মসজিদের মুসল্লিদেরও সমস্যা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সার্কাসে নগ্ন পোশাকের পাশাপাশি এক টিকিটে চলচ্চিত্রের নায়ক-নায়িকাদের আলাদা অনুষ্ঠান দেখার প্রলোভনে পড়ছে উঠতি বয়সী তরুণ-তরুণীরা।
এদিকে দাউদকান্দি উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি নজরুল ইসলাম ফয়েজী এবং পৌর সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সি বলেন, তদন্তপূর্বক আইনিব্যবস্থা নিতে তারা প্রশাসনের প্রতি অনুরোধ করেন।
মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে আমলে নিবো। অশ্লীলতা বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম বলেন, মেলার লোকজনকে আগেই ডেকে সতর্ক করা হয়েছে এবং আবারো ডাকা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা