০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

সাতক্ষীরায় ৫ হাজার বস্তা মেয়াদোত্তীর্ণ সার জব্দ

-

সাতক্ষীরায় বিজিবির নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ও ভেজাল সার জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের মেসার্স ভাই ভাই ইন্টারন্যাশনাল নামের একটি কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পাঁচ হাজার বস্তা ভেজাল সার জব্দ করা হয়। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় সারের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে একজন অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সার তার গোডাউনে মজুদ করে রাখার খবর পাওয়া যায়। অধিক দামে কৃষকের কাছে এই সার বিক্রি করে দীর্ঘ দিন ধরে প্রতারণা করে আসছে ওই ব্যবসায়ী। মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক বিক্রি বন্ধের লক্ষ্যে ওই বাজারে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
সূত্র আরো জানায়, টাস্কফোর্সের অভিযান পরিচালনাকালে বুধহাটা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী প্রতাপ কুমার দেবনাথের ‘মেসার্স ভাই ভাই ইন্টারন্যাশনাল’ নামের একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পাঁচ হাজার বস্তা সার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬৫ লাখ ৫০ হাজার টাকা। এ সময় দোকান মালিক সারের বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন প্রতিষ্ঠানের মালিক প্রতাপ কুমার দেবনাথকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
টাস্কফোর্সের অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইনের সাথে উপজেলা কৃষি কর্মকর্তা শুদ্রাংশ দাস ও সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো: মাসুদ রানার সাথে ১৫ জন বিজিবি সদস্য এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক, স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement