০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`

ঘিওরে মাদরাসা শিক্ষিকার গলাকাটা লাশ উদ্ধার

-

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে সুমাইয়া আক্তার (৪০) নামের এক মাদরাসা শিক্ষিকার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঘিওর থানা পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।
সুমাইয়া আক্তার ঘিওর সদর ইউনিয়নের ঠাকুরকান্দি গ্রামের মোস্তাক আহমেদের স্ত্রী। তিনি ঠাকুরকান্দি পশ্চিমপাড়া জবেদা খাতুন দারুল উলুম মহিলা মাদরাসায় শিক্ষকতা করতেন। সুমাইয়ার স্বামী মোস্তাক আহমেদ ঘিওর থানাধীন বাইলজুরি বাজারে পোলট্রি ফিডের ব্যবসা করেন। তাদের তিন ছেলের সবাই মাদরাসায় পড়েন।
গতকাল বুধবার সকালে ঘটনাস্থলে সরেজমিন পরিদর্শন করেন- মানিকগঞ্জ পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল সাদিয়া সাবরিনা চৌধুরী ও ঘিওর থানার ওসি রফিকুল ইসলাম।
সুমাইয়ার স্বামী মোস্তাক আহমেদ বলেন, রাতে দোকান থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ঘরে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করি। পরে বাড়ির দক্ষিণপূর্ব কোণের বাথরুমের সামনে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি।
ঘিওর থানার ওসি মো: রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূ সুমাইয়া আক্তারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্বামী মোস্তাক আহমেদ ও প্রতিবেশী বাপ্পি খন্দকারকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement