বন গবেষণার উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি কর্মশালা
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১০
কিশোরগঞ্জে ‘বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতিবিষয়ক এক কর্মশালা উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। চট্টগ্রাম বিএফআরআইয়ের বনজ সম্পদ উইংয়ের মুখ্য গবেষণা কর্মকর্তা ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ।
কর্মশালায় প্রযুক্তিগুলো উপস্থাপন করেন বিভাগীয় কর্মকর্তা ড. শেখ মোহাম্মদ রবিউল আলম ও বিভাগীয় কর্মকর্তা ড. রওশন আলী। কর্মশালাটির র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার ফিল্ড ইনভেস্টিগেটর মিজানুর রহমান।
কর্মশালায় কিশোরগঞ্জের বন অধিদফতর, কৃষি সম্প্রসারণ অধিদফতর, মৎস্য অধিদফতর, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, বিআরডিবি, সমবায় অধিদফতর, যুব উন্নয়ন অধিদফতর, তথ্য অফিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কাঠ ব্যবসায়ী, নার্সারি ব্যবসায়ী, করাতকল ও ফার্নিচার মালিক সমিতির প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় মাল্টিমিডিয়ার মাধ্যমে ইনস্টিটিউট উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও তার ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা