রাজাপুরে হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবি
- রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১০
ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ সাউথপুর গ্রামের রাজমিন্ত্রী আবুল বাসার হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হাসানের ফাঁসির দাবিতে রাজাপুর থানা ঘেরাও দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বুধবার সকাল ১০টায় থানার মূল ফটকে নিহতের স্বজনসহ এলাকার কয়েক হাজার মানুষ এ কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য রাখেন নিহত আবুল হাসানের বৃদ্ধ মা দেলোয়ারা বেগম, স্ত্রী আসমা বেগম, বোন কুরছিয়া বেগমা, ছেলে স্কুলছাত্র আমিনুল ইসলাম শুভ ও মেয়ে মরিয়ম আক্তার প্রমুখ।
২ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার সাউথপুর এলাকার শুক্কুরের দোকানের সামনে তাকে আসামিরা কুপিয়ে হত্যা করে ওই রাতেই আসামি পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে রাজাপুর থানায় গত সোমবার দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দুই/তিনজনের নামে হত্যা মামলা করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা