হোসেনপুরে পান চাষে চাঙ্গা গ্রামীণ অর্থনীতি
- জাহাঙ্গীর আলম হোসেনপুর (কিশোরগঞ্জ)
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন গ্রামে আবাদি উঁচু জমিতে, বাড়ির আঙিনায় বিভিন্ন গাছে কিংবা আশপাশের পতিত জায়গায় পান চাষে কৃষক-কৃষাণিদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। এতে একদিকে যেমন চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি, অন্য দিকে স্বাবলম্বী হচ্ছেন এলাকার প্রায় পাঁচ শতাধিক প্রান্তিক কৃষক পরিবার। বর্তমানে বাজারে পানের দাম ও চাহিদা বেশি। তাই অন্য ফসলের তুলনায় পানচাষ অধিক লাভজনক হওয়ায় অনেকেই পান চাষে ঝুঁঁকছেন।
জানা যায়, হোসেনপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় ছোট-বড় তিন শতাধিক পানের বরজ রয়েছে। এসব এলাকার উৎপাদিত পান উপজেলার অধিবাসীদের চাহিদা মিটিয়েও সরবরাহ করা হচ্ছে পার্শ্ববর্তী পাকুন্দিয়া, নান্দাইল, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। জানা গেছে এ উপজেলায় পানপল্লী হিসেবে পরিচিত সুরাটি, সিদলা, জাহাঙ্গীরপুর, পিতলগঞ্জ, ভরুয়া, হারেঞ্জা এলাকার পাঁচ শতাধিক কৃষক পরিবার শুধুমাত্র পান চাষ করে স্বাবলম্বী হয়ে ওঠছেন। তাদের অনেকেই শ্রম ও অধ্যবসায়কে কাজে লাগিয়ে পান চাষ করে বদলে দিচ্ছেন নিজেদের ভাগ্য।
স্থানীয় কৃষি অফিস থেকে জানা যায়, চলতি বছর উপজেলায় প্রায় ১০ হেক্টর জমিতে পানের চাষ হয়েছে। প্রতি একর জমিতে পানের উৎপাদন ব্যয় হয় গড়ে ৫-৬ লাখ টাকা। আর পান বিক্রি করে আয় হয় ৭-১০ লাখ টাকা। উপজেলার গোবিন্দপুর গ্রামের পান চাষী খোকন মিয়া, হারেঞ্জা গ্রামের উজ্জ্বল মিয়া, ভরুয়া গ্রামের পান চাষি মানিক মিয়া জানান, পান চাষ তুলনামূলক লাভে দিকটাই বেশি। কেননা পান চাষের এক মাস থেকে দেড় মাসের মধ্যে বরজের পান বিক্রির উপযোগী হয়ে ওঠে। বর্ষা মৌসুমে পানের উৎপাদন একটু বেশি হয়। এজন্য খুব একটা কাজের লোক রাখতে হয় না। শুধুমাত্র নিজেদের অবসর সময়টা কাজে লাগিয়ে পানের বরজের পরিচর্যা করা যায়। এতে বরজ থেকে প্রতি মাসে ২৫-৩০ হাজার টাকা বাড়তি আয় হয়।
উপজেলার সিদলা ইউনিয়নের পিতলগঞ্জ গ্রামের কামাল হোসেন জানান, পান চাষে উৎপাদন খরচের তুলনায় লাভ থাকে বেশি। এ কারণে পান চাষে পাল্টে দিয়েছে তার অভাবের সংসার। পানের বরজের আয় দিয়েই ছেলেমেয়েদের লেখাপড়া করানোর খরচ মিটানোর পাশাপাশি তিনি একখণ্ড ফসলি জমিও কিনেছেন। নিজের বাড়িটি সৌখিন আসবাবপত্র দিয়ে সাজিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এসএম শাহজাহান কবির জানান, পান তুলনামূলক লাভজনক কৃষি। এ কারণে হোসেনপুরে পান চাষে আগ্রহ বাড়ছে সবার। চলতি মৌসুমে উৎপাদিত পান থেকে চাষিদের আয় বহুগুণে বৃদ্ধি পাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা