০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

সোনাগাজীতে শহীদ মাসুদের পরিবারকে বাড়ি দিচ্ছেন তারেক রহমান

-

ফেনীর সোনাগাজীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ মোহাম্মদ মাসুদ ভিলা নামে নতুন ঘর উপহার দিচ্ছেন।
আগামীকাল বুুুধবার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠান ও জন সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।
অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান-২৪ এ ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী দলের যারা আহত-নিহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হবে। এ সময় চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।
আমরা বিএনপি পরিবারের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা, সদস্যসচিব ও অন্য সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান।
সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঞা জানান, আমরা বিএনপি পরিবার সমাবেশকে সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মোহাম্মদ মাসুদ ফেনীর সোনাগাজী উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০১৬ সালে ২৫ জুন পতিত স্বৈরাচার সরকারের আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে বিচারবহির্ভূতভাবে তাকে হত্যা করে।


আরো সংবাদ



premium cement