সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত
- সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে আজাদ আলী (৫০) ও আমানত (৬০) নামের দুইজন নিহত হয়েছেন। উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে গতকাল মঙ্গলবার সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিশুতারা গ্রামের মৃত উমর আলির ছেলে আজাদ আলী গংদের সাথে একই এলাকার মিসির আলির ছেলে আমানত আলীর পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। প্রায় ৮ বছর আগে তাদের মধ্যে এক দাঙ্গা হাঙ্গামা বিষয়ক মামলায় উভয় পক্ষের লোকজনই কারাবরণ করেন। তখন থেকে আজাদ গংরা গ্রামের বাইরে অবস্থান করছিল। সম্প্রতি আজাদ আলী গ্রামের বাড়িতে ঘর নির্মাণের প্রস্তুতি নিলে নিলে প্রতিপক্ষ আমানত আলী গংরা ক্ষুব্ধ হয়ে ওঠে।
গতকাল বাড়ির পাশে নিজের দোকান খুলতে যান আজাদ। এ সময় আকস্মিকভাবে আমানত আলির লোকজন হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে আজাদের লোকজনও প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে বলমের আঘাতে গুরুতর আহত হন মিছির আলির ছেলে আমানত। পরে আশঙ্কাজনক অবস্থায় আজাদ আলী ও আমানতকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জনেরই মৃত্যু হয়।
এ ব্যাপারে সরাইল থানার ওসি রফিকুল হাসান বলেন, লাশ দু’টি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উভয় পক্ষের চারজনকে আটক করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা