ইতালি যাওয়ার পথে সাগরে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু
- রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রাজৈর উপজেলার গোবিন্দপুর গ্রামের আবুল বাশার আকন (৩৫) ও তার বোনের ছেলে টিটু হাওলাদারের (১৮) লিবিয়া হয়ে সাগরপথে ইতালি যাওয়ার পথে নৌকাডুবে মৃত্যু হয়েছে। গত রোববার তাদের মৃত্যুর সংবাদ পরিবারের কাছে আসে।
বাশার আকনের বাবা আক্কাস আকন জানান, আমার মনে হয়, আমার ছেলে বেঁচে আছে। এ কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। বাশার আকনের বড় ভাই বাচ্চু আকন জানান, রাজৈর উপজেলার মজুমদার কান্দি গ্রামের মনির দালালের মাধ্যমে আমার ভাই ২০ মাস আগে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। আর আমার ভাগ্নে টিটু এক মাস আগে রফিক দালালের মাধ্যমে একই পথে ইতালি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে চলে যায়। লিবিয়া থেকে আমার ভাই এবং ভাগিনা নৌকাযোগে সাগর পাড়ি দেয়ার সময় মারা যায় বলে আমরা জানতে পেরেছি। সরকারের কাছে আমাদের দাবি, আমার ভাই এবং ভাগিনার লাশ যেন দেশে আনার ব্যবস্থা করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা