০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

সংক্ষিপ্ত সংবাদ

-

ইটের আঘাতে মৃত্যু
শিবচর (মাদারীপুর ) সংবাদদাতা
মাদারীপুরের শিবচরে প্রতিপক্ষের ইটের আঘাতে বাদশা হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বাদশা উপজেলার ভান্ডারীকান্দি গ্রামের কালাই হাওলাদারের ছেলে। একই গ্রামের করিম হাওলাদারের ছেলে ফরিদ হাওলাদারের গ্রুপের সাথে বাদশার ছেলে বিল্লাল হোসেনের সাথে বিবাদের জেরে গত ১২ জানুয়ারি বাদশাকে প্রতিপক্ষের লোকজন এলোপাতাড়ি ইট নিক্ষেপে করে গুরুতর আহত করে। ঢাকা মেডিক্যালে টানা ২২ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শনিবার মৃত্যুবরণ করেন। শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, এ ঘটনায় নিহতের ছেলে থানায় অভিযোগ করেছে। রুবেল নামে একজনকে আটক করেছি।

চাল উদ্ধার
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
খোলাবাজারে ওএমএস’র চাল বস্তা হিসেবে গোপনে বিক্রিকালে লক্ষ¥ীপুরের রামগতি থেকে ১০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গত সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে উপজেলার আলেকজান্ডার বাজারের ওএমএস ডিলার চর পোড়াগাছা ইউনিয়নের জাফরের গুদামঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়। খাদ্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, ৩০০ কেজি চাল উদ্ধার করে জনপ্রতি ৫ কেজি করে নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। সহকারী কমিশনার ঝন্টু বিকাশ চাকমা বলেন, এসব চাল জনগণের মধ্যে নিয়মমাফিক বিক্রি করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ইউপি চেয়ারম্যান গ্রফতার
জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সরিষাবাড়ী উপজেলার পোগলদিগা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিককে (৪৭) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জামালপুর ডিবি পুলিশের ওসি নাজমুুস সাকিব বলেন, গত সোমবার সন্ধ্যায় জামালপুর শহরের গেটপার এলাকায় নিজ বাসার সামনে থেকে তাকে আটক করা হয়। জামালপুরের পুলিশ সুপার সৈয়দ মো: রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সচেতনতামূলক সভা
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগের কেশারপাড় ইউনিয়নে রক্তের সন্ধানে কলাবাড়ীয়া স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে গত সোমবার সকালে কলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং বিষয়ক সচেতনতামূলক এক আলোচনা সভা হয়েছে। এ সভায় অতিথির বক্তব্য দেন, সেনবাগ থানার ওসি এএসএম মিজানুর রহমান, কেশারপাড় ইউপি চেয়ারম্যান আবদুল হক সুমন প্রমুখ।

ছাত্রলীগ নেতা গ্রেফতার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ফরহাদ আলীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। ফরহাদ উল্লাপাড়া উপজেলার দত্তখারুয়া গ্রামের হাসান আলীর ছেলে। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ২০১৯ সালে ছাত্রলীগ প্যানেল থেকে কবি জসীম উদ্দিন হলের ভিপি নির্বাচিত হন। গত রোববার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান জানান, ফরহাদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জরিমানা
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের দেবীগঞ্জের দণ্ডপাল ইউনিয়নে আবাদি জমির টপসয়েল মাটি কেটে নেয়ায় গত রোববার পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে জরিমানা করেছে। এসব ভাটা হলো, মৌমারী এলাকার ব্রিকফিল্ড শাহীন মিয়ার এমবিই ভাটা ২০ হাজার, শাহীন ব্রিকস ৫ হাজার, আনোয়ার হোসেনের এমএসবি ভাটা ১০ হাজার, মনোরঞ্জন রায়ের ডিডিবি ভাটা ১০ হাজার এবং জুয়েল চৌধুরীর কেএসবি ভাটা ১০ হাজার টাকা। এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

উঠান বৈঠক
ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাল্য বিয়ে, মাদক, সন্ত্রাস, গ্রামীণ নারীদের জীবন ও জীবিকা সম্পর্কিত তথ্য, পরিবার পরিকল্পনা সেবা সম্পর্কে সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) ধনবাড়ী উপজেলা তথ্য আপার আয়োজনে গত রোববার যদুনাথপুর ইউনিয়নের বক্তারপুর এলাকায় এ উঠান বৈঠক হয়। তথ্য সেবা কর্মকর্তা আফসানা ফেরদৌস কেয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ।

ভাইস চেয়ারম্যান আটক
চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক লায়লা বানুকে ভাঙচুরের মামলায় ঢাকা থেকে আটক করেছে পুলিশ। চিরিরবন্দর থানার ওসি মো: আব্দুল ওয়াদুদ জানান, গত শনিবার ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে বিমানবন্দর থানা ও চিরিরবন্দর থানা পুলিশ তাকে আটক করে। তার নামে একটি ভাঙচুরের মামলা রয়েছে। গত সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা নিয়ন্ত্রণের প্রস্তাব কোটালীপাড়ায় কবর থেকে লাশ চুরি অধিনায়ক কামিন্সকে নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু : হত্যা মামলা দায়ের নতুন বাংলাদেশের স্বপ্ন শহীদ রমজানের বাবার অশ্রুসিক্ত চোখে বুড়িচংয়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী সোলেমান গ্রেফতার আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার টন গম বরিশালে জামায়াতের শহীদ স্মারক মোড়ক উন্মোচন আড়াইহাজারে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে, নিহত ১ আহতদের চিকিৎসায় আগত বিদেশী চিকিৎসকদের ভ্যাট অব্যাহতি প্রধান উপদেষ্টার কাছে দুই সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

সকল