০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

ভালুকায় তোফাজ্জল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

-

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ তোফাজ্জল হোসেনের হত্যাকারীদের বিচার দাবিতে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল সোমবার সকালে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে ও রফিকুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী আব্দুর রউফ, খলিলুর রহমান বিএসএসি, শামীম খসরু ও মানিক। স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন। তোফাজ্জল হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে বসবাস করতেন।

 

 


আরো সংবাদ



premium cement