স্বাধীন দেশে ৫৪ বছর মানুষ পরাধীনতার গ্লানি ভোগ করেছে : অধ্যাপক মুজিবুর রহমান
- নাটোর প্রতিনিধি
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫০
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশের মানুষ স্বাধীনতার সুফল পাননি। দীর্ঘ ৫৪ বছর ধরে পরাধীনতার গ্লানি বাংলাদেশের মানুষ ভোগ করেছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এ কথা বলেন।
নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো: জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে জেলা সেক্রেটারি আফতাব উদ্দীনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মো: মুজিবুর রহমান ভূঁইয়া, নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম এবং সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য অধ্যক্ষ মো: আব্দুস সবুর প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও আফতাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার নতুন দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা