নিকলীতে দেড় যুগ পর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
- নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৪
কিশোরগঞ্জের নিকলীতে প্রায় দেড় যুগ পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার উদ্যোগে গত ৩১ জানুয়ারি শুক্রবার সকাল ৯টায় নিকলীর ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সম্মেলনের শুভ সূচনা হয়।
উপজেলা আমির আবুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো: রমজান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলার সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, সহকারী সেক্রেটারি কাজী মোহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা আজহারুল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন সুমন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি খালেদ হাসান জুম্মন ও ছাত্রশিবিরের জেলা সভাপতি হাসান আল মামুন। বক্তব্য রাখেন, খেলাফতে মজলিস সেক্রেটারি মাওলানা আকরামুজ্জামান, নিকলী উপজেলার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর অমুসলিম শাখার সেক্রেটারি কৃঞ্চ চন্দ্র বসাক প্রমুখ। এ সময়ে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী বাজিতপুর) আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক রমজান আলীর জন্যে দোয়া ও ভোট প্রত্যাশা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা