সিলেটে আলোর অন্বেষণ বইমেলা উদ্বোধন
- সিলেট ব্যুরো
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৪
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, ফেব্রুয়ারি হচ্ছে ভাষা বিজয়ের মাস। এই মাসের সাথে আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির আবেগ জড়িত। পতিত ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনকে কলুষিত করেছে। সিলেটের সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোসরদের হঠাতে হবে। এই অঙ্গনে জাতীয়তাবাদী বিচরণ বৃদ্ধি করতে হবে। গতকাল শনিবার বেলা ১২টায় সিলেট নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সাহিত্য ও সামাজিক সংগঠন ‘আলোর অন্বেষণ’ আয়োজিত পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আলোর অন্বেষণ সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফাজ্জুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি। আলোর অন্বেষণের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এমজেএইচ জামিল প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা