০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

বিএনপি নেতাদের মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

-

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও রূপগঞ্জ আওয়ামী লীগের মদদদাতা সেলিমকে গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়।
উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রজব আলী ফকিরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন- গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক গোলজার হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, বিএনপি নেতা শাহীন মিয়া, রেজাই মেম্বার, চন্দন ফকির, নুরুজ্জামান, ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, যুগ্ম সম্পাদক অলিউর হাসান অপু, থানা শ্রমিকদলের সভাপতি কনক, সাইদুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা মোমেন ভূঁইয়া, নাঈম ভূঁইয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সেলিম গত ২৮ জানুয়ারি স্বেচ্ছাসেবকদলের শান্তিপূর্ণ মিছিলে ক্যাসিনো সেলিম মাদক কারবারি ও আওয়ামী লীগের লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। গুলির বেশ কিছু খোসা ডন সেলিমের বাসার ভেতর থেকে উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় উল্টো বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়।

 


আরো সংবাদ



premium cement

সকল