২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৭ রজব ১৪৪৬
`

বিভিন্ন স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন

-


বহির্বিশ্বের সাথে মিল রেখে বাংলাদেশ কাস্টমস গতকাল রোববার উদযাপন করেছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। কাস্টমস সংক্রান্ত বিষয়ে সচেতনতা তৈরি এবং অংশীজনদের মধ্যে সৌহার্দ্য স্থাপনের ওপর গুরুত্বারোপ করে দিবসটি পালন করা হয়।
বেনাপোল (যশোর) সংবাদদাতা জানান, যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সাল মো: মুরাদের সভাপতিত্বে বেনাপোল কাস্টমস ক্লাবে সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল মুজিদ। বিশেষ অতিথি ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রাহমান, বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো: কামরুজ্জামান। উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার শরিফুল হাসান, যুগ্ম কমিশনার হাফিজুর রহমান, যুগ্ম কমিশনার সুশান্ত পাল, সম্মানিত করদাতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার আসিবুল হক।

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা জানান, বাংলাবান্ধা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো: ইসাহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শরিফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রেজাউল করিম রেজা, পরিচালক শাহাদৎ হোসেন রনজু, পরিচালক সোহেল রানা মানিক প্রধান, পরিচালক নাসিম ও ব্যবসায়ী মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেভিনিউ অফিসার ময়নুল হাসান।
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা জানান, বুড়িমারী কাস্টমসের সহকারী কমিশনার এ এস এম আকরাম সম্রাটের সভাপতিত্বে বন্দর কর্তৃপক্ষের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ আব্দুল হামিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মেহেদী হাসান, আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবীর সওদাগর, রাজস্ব কর্মকর্তা মাসউদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী রাজস্ব কর্মকর্তা রুহিনুল ইসলাম।


আরো সংবাদ



premium cement