বাংলা সাহিত্যে একজন অতুলনীয় কবি মাইকেল : আব্দুল হাই শিকদার
- কেশবপুর (যশোর) সংবাদদাতা
- ২৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা সাহিত্যে একজন অতুলনীয় কবি। তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক মানুষ। স্বাধীনচেতা এক অসাধারণ কবি। মাইকেল আমার আত্মার আত্মীয়। কারো সাথে আপস না করার কারণে তিনি তার অন্তিম সময়ে একপ্রকার বিনা চিকিৎসায় ও অভাব অনটনের মধ্যে মারা যান।
গত শনিবার যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে মধুকবির ২০১তম জন্মজয়ন্তির দ্বিতীয় দিনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদার এসব কথা বলেন।
শনিবার সন্ধ্যায় শুরু হওয়া মধুমঞ্চে আলোচনা সভায় যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠেয় মেলায় দ্বিতীয় দিনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর তানভির দুলাল, যশোর চেম্বার প্রেসিডেন্ট মিজানুর রহমান খান, যশোর সিটি কলেজের অধ্যাপক খন্দকার কামরুল ইসলাম, আমার দেশ পত্রিকার যশোরের সিনিয়র রিপোর্টার আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজজাক, কেশবপুর জামায়াতের রাজনৈতিক ও আইনবিষয়ক সম্পাদক ওজিয়ার রহমান, জিটিবির জেলা প্রতিনিধি তৌহিদ মনি, পাঁজিয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আব্দুস সাত্তার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা