২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৭ রজব ১৪৪৬
`

ভারত বর্ষাকালে পানি ছেড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করছে : আসাদুল হাবিব দুলু

-

তিস্তা চুক্তি এই জনপদের দীর্ঘদিনের দাবি। বিভিন্ন স্বৈরশাসকরা বাংলাদেশের জনগণের পক্ষে কোনো চুক্তি স্বাক্ষর করেনি। তারা সবসময় ভারতের পক্ষেই অবস্থান নিয়েছে। পতিত স্বৈরশাসক সাবেক প্রধানমন্ত্রী এ কথাও বলেছিলেন, আমি ভারতকে যা দিয়েছি সেটা ভারত চিরদিন মনে রাখবে।
গত শনিবার সন্ধ্যায় রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর) ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, তিস্তা একটা বহমান নদী ছিল। সেই নদী এখন শুকিয়ে গেছে। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিস্তা ব্যারেজ নির্মাণ করেছিলেন সেচ কাজ পরিচালনা করার জন্য। পরবর্তীতে দেখা গেল ভারত তিস্তার উজানে গজলডোবায় বাঁধ দিয়ে পানি থেকে আমাদের বঞ্চিত করেছে। ভারত বর্ষাকালে হঠাৎ পানি ছেড়ে দিয়ে আমাদের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করছে।
এ সময় কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, উপজেলা বিএনপির আনিছুর রহমান, শহিদুল ইসলাম, জাকির হোসেন, আব্দুল কুদ্দুস প্রমুখ বক্তৃতা করেন।


আরো সংবাদ



premium cement