২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

সোনারগাঁওয়ে শিল্প বর্জ্যে নদীর পানি যেন আলকাতরা

সোনারগাঁয়ে বিভিন্ন শিল্প কারখানার বর্জ্যে ব্রহ্মপুত্রের নদের পানি আলকাতরায় পরিণত হয়েছে : নয়া দিগন্ত -


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিভিন্ন শিল্প কারখানার বর্জ্যে নদ নদীর পানি যেন আলকাতরায় রূপ নিয়েছে। বর্জ্যমিশ্রিত নদীর এই পচা পানির সংস্পর্শে এসে বিপর্যস্ত হচ্ছে মানুষের জীবন। সেই সাথে বিপর্যয় ঘটছে কৃষি ব্যবস্থাপনায় এবং জীববৈচিত্র্যে। নদনদীতে মাছ তো নেই-ই, ফসলের উৎপাদনও কমে গেছে। দূষিত পানির গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছে মানুষে জীবন। নদীতে বর্জ্য নিষ্কাশন বন্ধে স্থানীয়দের আন্দোলন-সংগ্রামও কোনো কাজে আসছে না।

জানা যায়, উপজেলার মেঘনা অর্থনৈতিক অঞ্চল, গ্যাস্টন ব্যাটারি ফ্যাক্টরি, চৈতি কম্পোজিট কোম্পানি, বেঙ্গল, টাইগার সিমেন্ট, ফ্রেশ, বসুন্ধরা পেপার মিল ও বিভিন্ন সিমেন্ট কারখানাসহ নদী তীরবর্তী স্থানে গড়ে ওঠা তিন শতাধিক শিল্পকারখানার বর্জ্য মারীখালি নদী ও ব্রহ্মপুত্র নদে গিয়ে মিশছে। এ ছাড়া পাশের আড়াইহাজার উপজেলার বিভিন্ন ডাইংয়ের কেমিক্যাল রঙমিশ্রিত পানি গিয়ে পড়ছে ব্রহ্মপুত্র নদে।
পরিবেশবাদী সংগঠন ‘পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি’ বিভিন্ন সময়ে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ও দূষিত বর্জ্য পানিতে ফেলার প্রতিবাদে মানববন্ধন, স্বারকলিপি পেশ ও আন্দোলন করেও কোনো লাভ হচ্ছে না। শিল্প মালিকরা অতি প্রভাবশালী হওয়ায় কোনো উদ্যোগই ফলপ্রসূ হচ্ছে না বলে জানিয়েছেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।
সূত্র জানায়, এ অঞ্চলে ২৭ কিলোমিটার দৈর্ঘ্যে ব্রহ্মপুত্র নদবিধৌত এলাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ৩৩ কোটি ঘন মিটার বর্জ্য এসে মিশে নদের পানিতে। এ ছাড়া নদের পাশের বিভিন্ন গ্রামের পাঁচ সহস্রাধিক খোলা পায়খানার মলমূত্রও এসে মিশছে এ নদে। ফলে আরো ৮৮৫ ঘনফুট পয়ঃবর্জ্যও এসে মিশছে এখানে। এসব দূষিত বর্জ্যরে কারণে পানি এবার আলকাতরায় রূপ নিয়েছে।

ব্রহ্মপুত্র নদের তীরবর্তী মহজমপুর, বশিরগাঁও, চরপাড়া, গোবিন্দপুর, হরহরদী, মুছারচর, পঞ্চমীঘাট ও অলিপুরা এলাকায় সরেজমিন দেখা যায়, ব্রহ্মপুত্র নদের এই কালো পানিতে নেমে গবাদিপশুকে গোসল করাচ্ছে কেউ কেউ। অনেক শিশু-কিশোররা এই পানিতে নেমে ডুবসাঁতার কাটছে।
নোয়াগাঁও ইউনিয়নে লাধুর চর গ্রামের কৃষক জয়নাল হোসেন জানান, গত ১০-১২ বছর আগেও পানি দূষিত ছিল না। বর্তমানে বিভিন্ন এলাকার ডাইংয়ের রঙ এসে মিশ্রিত হয়ে পানিকে নস্ট করে ফেলছে। আমরা এখন ইরি ধানের ক্ষেতে এই পানিকেই ব্যবহার করছি।
জামপুর ইউনিয়নের বশিরগাঁও গ্রামের গৃহবধূ রাবেয়া বেগম বলেন, বর্ষা মৌসুমে বাড়ির কাছাকাছি নদের পানি চলে আসে। বর্ষা ও শুষ্ক মৌসুমে পানির দুগর্ন্ধে নাক চেপে বসে থাকতে হয়। অবশ্য এখন এই দুর্গন্ধই আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে।
পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন জানান, সোনারগাঁও দিয়ে প্রবাহিত নদনদীগুলোর পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পানি দূষিত হওয়ার জন্য বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিকরাই দায়ী। তারা অতি প্রভাবশালী ও প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার কারণে কিছুই করা সম্ভব হচ্ছে না। তার পরও আমাদের চেষ্টা অব্যাহত আছে।

সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক বলেন, বিভিন্ন শিল্প কারখানার বর্জ্যে এসিডের পরিমাণ বেশি থাকায় ফসলেরও ক্ষতি হচ্ছে। কৃষি উৎপাদন কমে যাচ্ছে। বর্জ্যমিশ্রিত এই পানির ব্যবহার রোধ করতে না পারলে একসময় এসব এলাকায় কৃষিতে বিপর্যয় ঘটবে।
সোনারগাঁও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, দূষিত বর্জ্যে ডিমওয়ালা মাছ মারা যায়। ব্রহ্মপুত্র, মারীখালি, পঙ্খীরাজ খালে এখন মাছ নেই। পানিতে কার্বন-ডাই অক্সসাইড ও মনো অক্সাইডের পরিমাণ অনেক বেশি।
চৈতি কম্পোজিটের ম্যানেজার (অ্যাডমিন) মিজানুর রহমান বলেন, পানি শোধন করেই আমরা খালের পানিতে ফেলছি। আমরা কোনো দূষিত পানি খালে বা নদে ফেলছি না। কেউ প্রমাণ দিতে পারবে না।
মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) কার্তিক চন্দ্র দাসের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। ক্ষুদে বার্তা দিয়েও সাড়া পাওয়া যায়নি।
পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাশেদ জানান, শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য নদীতে ফেলার বিষয়টি মনিটরিং করা হচ্ছে। কোন প্রতিষ্ঠানের বর্জ্য পরিবেশ দূষিত করছে- এমন প্রমাণ পেলে তাদেরকে জরিমানা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
শনিরআখড়ায় প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০ হত্যা মামলায় সালমান এফ রহমান ৩ দিনের রিমান্ডে ট্রাম্পের শুল্ক নীতি চীনের অর্থনীতিকে চাপে ফেলতে পারে ঢাবি ভিসির সাথে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভা চলছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে চরমোনাই পীরের সাথে বৈঠকে মির্জা ফখরুল খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ আছে, তা আগামী ৬ মাসের মধ্যে সংস্কার করা সম্ভব : মিয়া গোলাম পরওয়ার ঢাবি প্রো-ভিসির পদত্যাগের ৪ ঘণ্টার আল্টিমেটাম লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর

সকল