২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`
খুলনায় সিভিল সার্ভিসে সংস্কার দাবি

সব সেক্টর একটি ক্যাডারের নিয়ন্ত্রণে থাকায় পেশাদারিত্ব ব্যাহত হচ্ছে

-

‘আন্তঃক্যাডার বৈষম্যনিরসন পরিষদ’ খুলনা বিভাগের উদ্যোগে সিভিল সার্ভিসে সংস্কার পরিপ্রেক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভা গতকাল শনিবার খুলনা মেডিক্যাল কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, সব সেক্টর একটি ক্যাডারের নিয়ন্ত্রণ থাকায় সার্ভিসে পেশাদারিত্ব মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সেই সাথে সৃষ্ট আমলাতান্ত্রিক জটিলতা, অব্যবস্থাপনা এবং স্বেচ্ছাচারিতার ফলে সেক্টরগুলো কাক্সিক্ষত জনসেবা নিশ্চিত করতে পারছে না।
মতবিনিময় সভার আয়োজক কমিটির আহ্বায়ক ও সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের অধ্যক্ষ ফারুখে আযম মু: আব্দুস সালামের সভাপতিত্বে এবং শিক্ষা ক্যাডারের সদস্য আব্দুল মান্নান ও স্বাস্থ্য ক্যাডারের ডা: বেলাল উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।

সভায় আরো বক্তব্য রাখেন- স্বাস্থ্য ক্যাডারের ডা: আসাদুল্লাহিল গালিব, প্রাণিসম্পদ ক্যাডারের ডা: এ বি এম জাকির হোসেন, মাউশি খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. আনিস আর রেজা, মংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানি, খুলনা বিএমএর সাবেক সভাপতি ডা: রফিকুল হক বাবলু, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল জুবাইদা গুলশান আরা, তথ্যের মো: ফরিদ উদ্দিন, সমবায়ের মো: মিজানুর রহমান প্রমুখ। সভায় পরিষদের ২৫ ক্যাডারের খুলনা বিভাগের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা সিভিল প্রশাসনের সব স্তরে অনিয়ম, কোটাবৈষম্য, অসমতা দূর করে একটি গতিশীল জনপ্রশাসন ব্যবস্থা গড়তে সরকারকে সহযোগিতা করতে দৃঢ়তা প্রকাশ করেন।


আরো সংবাদ



premium cement