২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

মংলায় বিএনপির কমিটি গঠন নিয়ে হামলা

-

মংলায় ভোটের মাধ্যমে পৌর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে ভোট গ্রহণের শেষ পর্যায়ে এসে পৌর ৬ নম্বর ওয়ার্ড কেন্দ্রে এমন ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মংলা পোর্ট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী কামাল হোসেন জানান, ভোট চলাকালে দুপুর ১২টার দিকে প্রতিপক্ষ গ্রুপ তার ওপর হামলা চালায়। এতে তিনি ও তার ছেলেসহ পাঁচজন আহত হন। আহতরা হলেন- কামাল হোসেন, আব্দুল আহাদ নুর, বাহাদুর, মিজান ও রুস্তম। এদিকে ভোট গ্রহণের শেষ পর্যায়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় প্রতিপক্ষের লোকেরা।

 

 


আরো সংবাদ



premium cement