গবেষণা ছেড়ে দেশে ফেরার নির্দেশ ইবি শিক্ষককে
প্রাপ্য ছুটি আবেদন নামঞ্জুরের অভিযোগ- ইবি প্রতিনিধি
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণারত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষককে পাওনা ছুটি থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। বিশ^বিদ্যালয়ের ছুটি বিধি অনুযায়ী পাওনা ছুটির আবেদন নামঞ্জুর করে তাকে গবেষণা বাদ দিয়ে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ^বিদ্যালয়ের সাংবাদিকদের সাথে এক অনলাইন সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষক অধ্যাপক ড. জহুরুল ইসলাম এ কথা বলেন।
অধ্যাপক জহুরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ডাকুয়াতে উচ্চশিক্ষা ও গবেষণায় নিযুক্ত রয়েছেন।
ড. জহুরুল জানান, ২০২৩ সালে ইউনিভার্সিটি অব নর্থ ডাকুয়াতে তিনি ‘ইন্সট্রাকশনাল ডিজাইন অ্যান্ড টেকনোলজি’ বিষয়ে এমএস ডিগ্রিতে ভর্তি হন। তবে এ সময় ‘ছুটি বিধি অনুযায়ী পিএইচডি ডিগ্রি থাকায় এমএস প্রোগ্রামে ছুটি দেয়ার বিধান নেই’ উল্লেখ করে তার ছুটির আবেদন নামঞ্জুর করে ছুটিসংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি। ফলে, তিনি ‘স্যাবাটিক্যাল লিভ’ নিয়ে তার উচ্চশিক্ষা চালিয়ে যান।
ভুক্তভোগী শিক্ষক আরো বলেন, উচ্চতর ডিগ্রি থাকায় আমার ছুটি মঞ্জুর করা হয়নি বা করা হচ্ছে না। অথচ এই বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক আছেন যারা উচ্চতর (মাস্টার্স) ডিগ্রি থাকা সত্ত্বেও বিদেশে (মাস্টার্স) ডিগ্রিতে উচ্চশিক্ষা নিয়েছেন। আমার দুই বছরের প্রোগ্রাম শেষ না করেও কোনো কারণ উল্লেখ না করে ছুটি বাতিলের মাধ্যমে যোগদানের এ আদেশ আইন সঙ্গত নয়। ছুটি বাতিল ও বেতন বন্ধের এ অন্যায় কাজের বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে প্রো-ভিসি ও স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, আমরা ছুটি দেই এমফিল, পিএইচডি, এমএস ও পোস্ট ডক্টরাল প্রোগ্রামে। এ ছাড়া অন্য কোনো প্রোগ্রামে গেলে তা আমরা চাকরি হিসেবে ধরি। সুতরাং তিনি এক বছরের ছুটি কিভাবে পেয়েছেন তা আমরা জানি না। উনি কি পোস্ট ডক্টরাল প্রোগ্রামে আছেন না কোনো রিসার্স প্রজেক্টে আছেন তা আমরা ক্লিয়ার না।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আইন অনুযায়ী তিনি ছুটি পান না। এখন তিনি পারলে আইনগত পদক্ষেপ নিতে পারেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা