২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

স্বামীর ভিটে হারিয়ে ২ মেয়েকে নিয়ে গোমতীর চরে নারী

দুই সন্তানকে নিয়ে সহায়-সম্বলহীন রাবেয়া বেগম : নয়া দিগন্ত -


কুমিল্লার দেবিদ্বারে স্বামীর ভিটে হারিয়ে দুই মেয়েকে নিয়ে গোমতীর চরে মানবেতর জীবন যাপন করছেন সহায়-সম্বলহীন এক বিধবা নারী। প্রচণ্ড শীত আর জান-মালের নিরাপত্তাহীনতায় প্রায় দেড় মাস ধরে বিনিদ্র রাত কাটছে তাদের।
সরেজমিনে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চানপুর গ্রামের গোমতী নদীর চরে গিয়ে জানা যায়, রাবেয়া বেগমের স্বামী আবুল কালাম দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। স্বামীকে বাঁচাতে একমাত্র মাথা গোঁজার ঠাঁই ভিটাটুকুও বিক্রি করতে হয়েছে তাকে। রাবেয়ার সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গত বছর জানুয়ারিতে মারা যান আবুল কালাম। স্বামীর মৃত্যুর পর কপর্দকহীন রাবেয়া যেন অথৈ সাগরে এসে পড়েন। এরই মাঝে দেড় মাস আগে বিক্রি করা ভিটায় থাকা ঘরটি ভেঙে দখল নেয় বর্তমান মালিক। পরে গোমতী নদীর চরে একটি পরিত্যক্ত জায়গায় ছাউনি দিয়ে কোনো রকমে স্কুল পড়ুয়া দুই মেয়েকে নিয়ে আশ্রয় নেন রাবেয়া। মা মেয়ে তিনজন একটি নড়বড়ে চৌকিতে বিছানা পেতে রাত যাপন করছেন। নেই রান্নাঘর, বিশুদ্ধ পানির ব্যবস্থা কিংবা নিরাপদ টয়লেট। নেই বিদ্যুৎ, রয়েছে সাপ, বিচ্ছু ও শিয়ালের ভয়।

রাবেয়া জানান, তার চার মেয়ের মধ্যে দুইজনের বিয়ে হয়ে গেছে। বাকি দুই মেয়ের একজন আকলিমা আক্তার পড়ে ষষ্ঠ শ্রেণীতে এবং সানজিদা আক্তার পড়ে পঞ্চম শ্রেণীতে। স্বামীর ক্যান্সারের চিকিৎসা করাতে ভিটে বিক্রি করতে হয়েছে। স্বামীর মৃত্যুর পর নিজের ভিটায় থাকা ঘরটি ভেঙে তাদের উচ্ছেদ করে দেয় ভিটার বর্তমান মালিকরা। পরে গোমতী চরে একটি পরিত্যক্ত জায়গায় দুটি চালা দাঁড় করিয়ে বসবাস করছেন তারা। তিনি আরো জানান, এখন তিনি একটি ভ্রাম্যমাণ দোকান বানিয়ে, মেয়েদের স্কুলের সামনে চটপটি, ফুচকা, ঝাঁলমুড়ি বিক্রি করেন। রাবেয়া দুই মেয়েকে নিয়ে মাথা গোঁজার জন্য সরকারের কাছে একটু জায়গা ও ঘরের দাবি করেছেন।
স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহ উদ্দিন রুহুল বলেন, বিষয়টা আমি ওই ওয়ার্ডের মেম্বারের মাধ্যমে জেনেছি। পরিষদের পক্ষ থেকে তাকে যতটুকু সম্ভব সহায়তা করা হবে।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা বলেন, রাবেয়ার দুর্দদশার বিষয়টি জেনে খুব খারাপ লাগলো। এ বিষয়ে সরকারিভাবে যতটুকু সম্ভব তাকে সহায়তা করা হবে।


আরো সংবাদ



premium cement