২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

ফ্যাসিবাদ মুক্ত এ দেশে এখন ঐক্যই হচ্ছে বড় দাবি : এহসানুল মাহবুব জুবায়ের

-

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, অপরিহার্য সংস্কার শেষে এ বছরের শেষে অথবা আগামী বছরের প্রথম দিকে নির্বাচন চায় জামায়াত। স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর এ দেশে এখন সবার মধ্যে ঐক্যই হচ্ছে বড় দাবি। দেশবাসী কারো মধ্যে বিভাজন দেখতে চায় না। এ বিষয়ে জাতীয় পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন, তারা সচেতন আছেন। কিছু কিছু ক্ষেত্রে পরস্পরবিরোধী বক্তব্য দিলেও কেউ পরস্পরের শত্রু হয়ে যাবে না। এ দেশে স্বৈরাচার ফিরে আসার রাস্তা আর কেউ তৈরি করে দেবে না।
গতকাল শনিবার দুপুরে নরসিংদী শহরের ইউএমসি আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নরসিংদী জেলা আমির মাওলানা মুসলেহুদ্দিনের সভাপতিত্বে, সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় দফতর সম্পাদক আফম আব্দুস সাত্তার, নারায়ণগঞ্জ মহানগর আমীর আব্দুল জব্বার। এ সময় জেলার বিভিন্ন ওয়ার্ড শাখার সভাপতি ও সেক্রেটারিসহ প্রায় দুই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement

সকল