জয়পুরহাটে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা
- জয়পুরহাট প্রতিনিধি
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
জয়পুরহাটে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জানানো হয়, বিভিন্ন স্তরের নাগরিকরা ঐক্যবদ্ধ থাকলে সামাজিক উন্নয়ন, নাগরিক অধিকার এবং স্থানীয় সমস্যা নিরসন সহজতর হবে। এ লক্ষ্যে ছাত্র-জনতাসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মুস্তাফিজ, কেন্দ্রীয় সহ-মুখপাত্র তাহসিন রিয়াজ, কেন্দ্রীয় সংগঠক সাকিব মাহাদী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাটের অন্যতম সমন্বয়ক আশরাফুল ইসলাম ও নাজমুস সাকি, জাতীয় নাগরিক কমিটির জয়পুরহাট জেলা সংগঠক প্রকৌশলী গোলাম মর্তুজা, ফিরোজ আলমগীর, সোহেল রানা, ওমর আলী বাবু ও রাশেদুজ্জামান আল হাসান।
উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির জয়পুরহাট জেলা সংগঠক ইসমাইল হোসেন, তাজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও শ্রেণিপেশার সদস্যরা।
সভায় প্রধান অতিথি মুনিরা শারমিন বলেন, আমরা সে সিস্টেমটা ভাঙতে চাই, যে সিস্টেমে কেউ প্রধানমন্ত্রী হলেও যেন তাকে ফ্যাসিবাদী দানব না বানিয়ে দেয়। তিনি বলেন, আমরা দেখছি, ৫ তারিখের পর থেকে কিছু গোষ্ঠীর সদস্যরা নিজেদেরকে যেন নির্বাচিত মনে করছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা