নজরুল বিশ্ববিদ্যালয়ে টেডএক্স ইভেন্ট
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ও সারা বাংলাদেশে ১৩তম বারের মতো আয়োজিত হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইভেন্ট টেডএক্স। টেড ইন্টারন্যাশনালের অনুমোদনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজনটি করেছে, যার নামকরণ করা হয় ‘টেডএক্স জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি’।
গত শনিবার ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে দিনব্যাপী এই ইভেন্টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও প্রক্টর ড. মাহবুবুর রহমান জনি।
বক্তব্য রাখেন অভিনেত্রী, স্থপতি ও শিক্ষিকা অপি করিম, এস্তোনিয়ান এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সের টেকসই উন্নয়নের সিনিয়র প্রভাষক ও লেখক আমিনুল ইসলাম, চেঞ্জ ইনিশিয়েটিভের কো-ফাউন্ডার ও চিফ এক্সিকিউটিভ এম জাকির হোসেন খান, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা আশফাক নিপুন, নেসলে বাংলাদেশের কোম্পানি সেক্রেটারি দেবব্রত রায় চৌধুরী, বাংলাদেশ ভুটান ও নেপাল অঞ্চলের মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক, ইউএনডিপি বাংলাদেশের যোগাযোগ বিভাগের প্রধান মো: আবদুল কায়ুম, শিশু অধিকার কর্মী জলবায়ু আন্দোলনকারী ও মাই গোল চ্যাম্পিয়ন ফাতিহা আয়াত এবং এভারেস্ট বেসক্যাম্প সাইক্লিং অভিযানের বিশ্বরেকর্ডধারী তাম্মাত বিল খায়ের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা