১৫ বছরে দেশে ভোটাধিকার হত্যা করেছে আ’লীগ : আবু নাসের মো: রহমাতুল্লাহ
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
গত ১৫ বছরে ভোটাধিকার হত্যা করেছে স্বৈরাচারী পতিত সরকার আওয়ামী লীগ। হয়নি সুষ্ঠু কোনো নির্বাচন, ভোট দিতে পারেনি দেশের মানুষ বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ।
গতকাল শনিবার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে গুচ্ছগ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।
সদর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো: রুবেল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হেমায়েত হোসেন, চরবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি সেকান্দার, সাবেক সভাপতি মোসলেম উদ্দিন, সহসভাপতি কবির হোসেন মৃধা, শ্রমিকদলের রাজিব, শহিদুল, নিরবসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা