ছাত্র-জনতার ত্যাগ জাতি কোনো দিন ভুলবে না : মোবারক হোসাইন
- চাঁদপুর প্রতিনিধি
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: মোবারক হোসাইন বলেছেন, অনেক ত্যাগ ও কুরবানির বিনিময়ে আল্লাহপাক ৫ আগস্ট জাতিকে উপহার দিয়েছেন। ছাত্র-জনতার এই ত্যাগ জাতি কোনো দিন ভুলবে না। গতকাল শনিবার চাঁদপুর জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত স্থানীয় ইউরেসিয়া কনভেনশন সেন্টারে রুকনদের দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির সভাপতি মাওলানা আব্দুস শহীদ নাছিম, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, মো: জাহাঙ্গীর আলম প্রধান ও হারুন আর রশীদ ওসমানী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা