২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

জামালপুরে সুপেয় পানির নামে ৩৫০ কোটি টাকা গচ্চার শঙ্কা

জামালপুরে সুপেয় পানির নামে ৩৫০ কোটি টাকা গচ্চার শঙ্কা -

জামালপুর জেলার সাতটি উপজেলা ও আটটি পৌরসভায় সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশনের জন্য জনস্বাস্থ্য অধিদফতরের ৩৫০ কোটি টাকা তছরূপ হওয়ার অভিযোগ উঠেছে। ২০২০ সালের ২০ অক্টোবর জামালপুরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে যোগদান করেন সুলতান মাহমুদ নামে এক প্রকৌশলী।
২০২০-২১ অর্থবছর বিশ্বব্যাংকের অর্থায়ন এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় জামালপুর জেলায় এক হাজার ৫৬০টি সাবমারসিবল পাম্পযুক্ত গভীর নলকূপ, ৯৬২টি অগভীর নলকূপ, ৩২৯টি কমিউনিটি বেইজড ওয়াটার সাপ্লাই স্কিম, মুজিব শতবর্ষে ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পগুলোতে পানি সরবরাহ প্রকল্পের আওতায় ৬৩৯টি অগভীর নলকূপ, জিপিএস উন্নয়ন প্রকল্পের ১০৭টি ওয়াশ ব্লক নির্মাণ, জিপিএস উন্নয়ন প্রকল্পের ১০৭টি ওয়াশ ব্লক নির্মাণ, এনএনসিপিএস উন্নয়ন প্রকল্পের ৯২টি ওয়াশ ব্লক, ১৬১ টি পানির উৎস স্থাপন, পিইডিপি উনন্নয়ন প্রকল্পের ৪৮৪টি ওয়াশ ব্লক, এনএনসিপিএস উন্নয়ন প্রকল্পের ৯২টি ওয়াশ ব্লক নির্মাণ, পিইডিপি উন্নয়ন প্রকল্পের ৪৮৪টি ওয়াশ ব্লক, গুণগত মান পরীক্ষা ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্পের একটি লথ্যাবরেটরি ভবন নির্মাণ, ৮০০টি পানির উৎস স্থাপন, রাজস্ব বাজেটের আওতায় পাম্পযুক্ত অগভীর নলকূপ, পানির গুণগত মান পরীক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের একটি লথ্যাবরেটরি ভবন নির্মাণ, মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি শীর্ষক প্রকল্পের ১৬টি হ্যান্ড ওয়াশিং স্টেশন এবং ৩৬টি স্যানিটেশন হাইজিন ফেসিলিটিস স্টেশন নির্মাণসহ ১২টি প্রকল্পের প্যাকেজসহ শহরের পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণে ৩৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে এসব প্রকল্পে কাজ। এখনো অনেক প্রকল্পের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। প্রকল্পের কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী।
ইসলামপুর পৌরসভার সহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহের প্রকল্প করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। বসানো হয়েছে কিলোমিটার পাইপলাইন। নিম্নমানের পাইপ ব্যবহার করার কারণে পরীক্ষামূলক পানি সরবরাহের সময়ই পাইপের বিভিন্ন জায়গায় ফেটে গেছে। তিনি আরো বলেন, পানি নিষ্কাশনের জন্য পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে কয়েক কিলোমিটার ড্রেন। সেখানেও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় ভেঙে পড়েছে ডেনের স্লাব।
তবে জনস্বাস্থ্য বিভাগের দাবি, এসব প্রকল্পের কাজ শতভাগ বাস্তবায়ন হলে জামালপুরের কয়েক লাখ মানুষের সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সমস্যারর সমাধান হবে। জামালপুর জনস্বাস্থ্য অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ নিম্নমানের কাজ বা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়মানুযায়ী প্রকল্পের কাজ চলছে।
ইসলামপুর উপজেলা জনস্বাস্থ্য অধিদফতরের সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ইসলামপুর উপজেলায় প্রতিটি কাজ যথানিয়মে বাস্তবায়ন করা হচ্ছে। পানির লাইন এখনো পরীক্ষা করা হয়নি। নির্মাণকাজ এখনো শেষ হয়নি। ড্রেনের স্লাব নিয়ে যে অভিযোগ উঠেছে, তা সত্য নয়। কারণ ড্রেনের ওপর কার্যাদেশে কোনো স্লাব ধরা ছিল না। ঠিকাদারকে অনুরোধ করে মানুষের চলাচলে নিরাপত্তার জন্য স্লাব করে নেয়া হয়েছে।
জানা গেছে, পৌরসভায় পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পে দু’টি উৎপাদক নলকূপ, একটি এক্সপ্লোরেটরি ড্রিলিং পরীক্ষামূলক নলকূপ, দু’টি পাম্প হাউজ, দু’টি সাবমারসিবল পাম্প স্থাপন, ৩২ কিলোমিটার পাইপ লাইন স্থাপনসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।
জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অ্যাডমিন জাহাঙ্গীর কবীর বলেন, নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদের যোগদানের পর ১২টি প্রকল্পের মাধ্যমে ৩৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বেশির ভাগ কাজ সম্পন্ন হয়েছে। তবে কয়েকটি প্যাকেজের কাজ ৫৭ শতাংশ বাকি রয়েছে।
সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে গৃহীত প্রকল্পের কাজের তেমন একটা অগ্রগতি লক্ষ করা যায়নি। বেশির ভাগ কাজ অসম্পূর্ণ রয়েছে। যেগুলো সম্পন্ন হয়েছে সেগুলোতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অকেজো অবস্থায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে রয়েছে।
জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, যেসব প্রকল্প এখনো শেষ হয়নি সেগুলোর বিলও দেয়া হয়নি। আরো কিছু প্রকল্পের কাজ আসবে বলে জানান জামালপুরে চার বছরের অধিক সময় চাকরি করা এই প্রকৌশলী। পানির জন্য সাড়ে তিন শ’ কোটি টাকা ব্যয়ে নদীমাতৃক জেলা জামালপুরের মানুষের কতটুকু উপকারে আসবে সে প্রশ্নই সচেতন মহলের।


আরো সংবাদ



premium cement
১১৫ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন আফতাবনগরে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই শনিরআখড়ায় প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০ হত্যা মামলায় সালমান এফ রহমান ৩ দিনের রিমান্ডে ট্রাম্পের শুল্ক নীতি চীনের অর্থনীতিকে চাপে ফেলতে পারে ঢাবি ভিসির সাথে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভা চলছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে চরমোনাই পীরের সাথে বৈঠকে মির্জা ফখরুল খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ আছে, তা আগামী ৬ মাসের মধ্যে সংস্কার করা সম্ভব : মিয়া গোলাম পরওয়ার

সকল