২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

ছিনতাই বন্ধের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ

ছিনতাই বন্ধের দাবিতে টঙ্গীতে শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ : নয়া দিগন্ত -

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে গতকাল শনিবার পথে নেমেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত পৌনে এক ঘণ্টা শিক্ষার্থীরা টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) টঙ্গী জোনের সহকারী উপ-কমিশনার মেহেদী হাসান দীপুর কাছে মৌখিক অভিযোগ দিয়ে বিক্ষোভ শেষ করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, টঙ্গী বাজার এলাকা থেকে গাজীপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিদিন ৬০-৭০টি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। অন্তত ২০ জন শিক্ষার্থী গত কয়েক দিনে টঙ্গী এলাকায় ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে পথচারী ও সাধারণ মানুষকে আঘাত করে। তাদের ছুরির আঘাতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। ছিনতাই রোধে পুলিশ সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
এসব ঘটনার কারণে এলাকাবাসী, ব্যবসায়ী, পথচারী, পোশাকশ্রমিক এবং সাধারণ মানুষ অতিষ্ঠ। সন্ধ্যার পর একবারে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হন না। পুলিশ ছিনতাই বন্ধে কঠোর পদক্ষেপ না নিলে বৃহৎ আন্দোলনের কর্মসূচি দেয়া বলে জানান সাধারণ শিক্ষার্থীরা।
জিএমপি টঙ্গী জোনের সহকারী উপ-কমিশনার মেহেদী হাসান দীপু বলেন, ছিনতাই বন্ধে শিক্ষার্থীরা আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন। ছিনতাইকারীদের ধরতে পুলিশের কয়েকটি টহল দল কাজ করছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে- ছিনতাই বন্ধে তারাও পুলিশের সাথে মহাসড়ক ও বিভিন্ন এলাকায় একসাথে কাজ করবেন।


আরো সংবাদ



premium cement
শনিরআখড়ায় প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০ হত্যা মামলায় সালমান এফ রহমান ৩ দিনের রিমান্ডে ট্রাম্পের শুল্ক নীতি চীনের অর্থনীতিকে চাপে ফেলতে পারে ঢাবি ভিসির সাথে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভা চলছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে চরমোনাই পীরের সাথে বৈঠকে মির্জা ফখরুল খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ আছে, তা আগামী ৬ মাসের মধ্যে সংস্কার করা সম্ভব : মিয়া গোলাম পরওয়ার ঢাবি প্রো-ভিসির পদত্যাগের ৪ ঘণ্টার আল্টিমেটাম লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর

সকল