আখাউড়ায় সড়কে বিদ্যুতের খুঁটি যানবাহন চালকদের ভোগান্তি
- নুরুন্নবী ভূঁইয়া আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভায় এক বছর আগে তিনটি সম্প্রসারিত সড়কের কার্পেটিং কাজ শেষ হয়েছে। তার পরও তা কাজে আসছে না। যানবাহন চলাচলে বাধা হয়ে আছে বিদ্যুতের খুঁটি। শহরের সড়ক বাজার, লাল বাজার ও খড়মপুর সড়কের ভেতরে বিদ্যুতের খুঁটির জন্য চরম ভোগান্তির মধ্যে পড়েছে মানুষ। নিয়মিত ঘটছে দুর্ঘটনা। বিষয়টি নিয়ে একে অপরের ঘাড়ে দায় চাপাচ্ছেন আখাউড়া পৌরসভা ও পল্লী বিদ্যুৎ সমিতি।
গতকাল শনিবার সরেজমিন গিয়ে দেখা গেছে, এক বছর আগে সম্প্রসারিত আখাউড়া পৌরসভার প্রাণকেন্দ্র সড়ক বাজার, লাল বাজার ও আখাউড়া-খড়মপুর সড়কে অন্তত ৫০টি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। সড়কের এক থেকে পাঁচ ফুট ভেতরে অবস্থান করছে খুঁটিগুলো। চলাচলের পথ আঁকড়ে ধরে আছে এসব খুঁটি। নাছরীন নবী স্কুল এলাকায় একটি খুঁটি সড়কের পাঁচ ফুট ভেতরে দেখা যায়।
স্থানীয়রা জানায়, খুঁটিগুলো বসানোর সময় সড়কঘেঁষে বসানো হয়। এক বছর আগে সড়ক সম্প্রসারিত করার পর খুঁটিগুলো আগের জায়গাতেই রয়েছে তাই সড়কের ভেতরে চলে এসেছে খুঁটিগুলো। এতে পথচারী ও যানবাহন চলাচল আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সড়ক বাজারের ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, সড়ক সম্প্রসারিত হলেও বৈদ্যুতিক খুঁটির জন্য ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। জরুরি ভিত্তিতে সড়কের ভেতরর থাকা এসব খুঁটি সরানোর দাবি করেন তিনি। মাদরাসাশিক্ষক মুহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এসব সড়ক দিয়ে স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্রছাত্রীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। শহরের গুরুত্বপূর্ণ এসব সড়কের ভেতর থেকে খুঁটি সরিয়ে নিলে আমরা শঙ্কামুক্ত হবো।
আখাউড়া পৌর উপসহকারী প্রকৌশলী ফয়ছাল আহমেদ বলেন, সড়কের ভেতর বিদ্যুতের এসব খুঁটি সরাতে পল্লী বিদ্যুৎ সমিতিকে আমরা সাড়ে চার লাখ টাকা দিয়েছি। আরো অনেক টাকা চাইছে, যা অবাস্তব। পল্লী বিদ্যুৎ নিজেদের প্রয়োজনে বসিয়েছে খুঁটি, সরিয়ে নেয়ার দায়িত্বও তাদেরই।
পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) মো: রাশেদুল হাসান মাসুদ বলেন, ‘খুঁটি সরাতে নিয়ম মানতে হয়। নিয়ম হলো কেউ খুঁটি সরাতে আবেদন করলে এটির একটি ইস্টিমেট দেয়া হবে। সে অনুযায়ী পরিশোধ হলে আমরা সরিয়ে নেবো। এলজিইডি ড্রেন করার সময় খুঁটি পড়লে আমাদের কাছে আবেদন করে। সে অনুযায়ী খুব দ্রুত আমরা ব্যবস্থা নেই। কিন্তু পৌরসভা থেকে আমাদের কাছে কোনো আবেদন আসেনি। আবেদন এলে নিয়মানুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা