সোনারগাঁওয়ে নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার
- সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার জামপুরের বস্তল এলাকায় নির্মাণাধীন সিটি লুভ ওয়েল ইন্ডাস্ট্রি’র পাশে পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত নিরাপত্তা প্রহরীর নাম সাইফ আহমেদ (৪৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার মুন্সেফ পাড়ার মৃত মির্জা সিরাজ উদ্দিন আহমেদের ছেলে। তিনি পি-সিকিউরিটি গার্ড প্রতিষ্ঠান (নাবিল সিকিউরিটি লিমিটেড)-এর মাধ্যমে সিটি লুভ ওয়েল ইন্ডাস্ট্রি’র সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় অবস্থিত নির্মাণাধীন সিটি লুভ ওয়েল ইন্ডাস্ট্রি’র নিরাপত্তা প্রহরী সাইফ আহমেদ গত শুক্রবার সকাল থেকে নিখোঁজ হন। সকাল ৭টায় তার ডিউটি থাকলেও তিনি ডিউটিতে আসেননি। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি করা হয়। গত শুক্রবার রাতে সিটি লুভ ওয়েল ইন্ডাস্ট্রি’র পুকুরের মধ্যে নিখোঁজ সাইফের একটি সেন্ডেল ভাসতে দেখে এলাকাবাসী তদন্ত কেন্দ্রের পুলিশকে জানায়। পরে খবর দিলে রাত ১০টার দিকে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ স্থানীয়দের মাধ্যমে পুকুরে জাল ফেলে নিখোঁজ সাইফ আহমেদের লাশ উদ্ধার করা হয়।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: ফেরদৌস ইসলাম জানান, তার নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়। খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় পুকুর থেকে জাল ফেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পানিতে পড়ে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা