আমতলীতে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
- আমতলী (বরগুনা) সংবাদদাতা
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৫৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থরা। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারের ফারুক মিয়ার চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসে। পরে স্থানীয়দের নিয়ে দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসত ঘরসহ ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো তা শনাক্ত করতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা