ঢাবির ভর্তি পরীক্ষা দিতে পারল না দুই শিক্ষার্থী
- ববি প্রতিনিধি
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ের তিন মিনিট পরে আসায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কেন্দ্রে পরীক্ষায় বসতে দেয়া হয়নি দুই শিক্ষার্থীকে। পরীক্ষা শুরু হয় সকাল ১১টায়।
গতকাল শনিবার সকাল ১১টার দিকে বাকি বিল্লাহ ও নিলয় হোসাইন কাইউম নামে দুই শিক্ষার্থী তিন মিনিট দেরিতে ববি কেন্দ্রে আসায় তাদের পরীক্ষায় বসতে দেয়া হয়নি বলে জানায় তারা। এ সময় দায়িত্বরত শিক্ষকদের কাছে বিনীতভাবে তাদের সমস্যার কথা জানিয়ে অনুরোধ করলেও কর্তৃপক্ষ নিয়মের বাইরে গিয়ে তাদেরকে পরীক্ষায় বসতে দেয়নি।
জানা যায়, বরিশাল গৌরনদী এলাকায় খুনের ঘটনার কারণে রাস্তা অবরোধ থাকায় তাদের কেন্দ্রে পৌঁছতে দেরি হয়ে যায়।
পরীক্ষায় বসতে না পারা শিক্ষার্থী নিলয় হোসাইন কাইউম বলেন, রাস্তায় জ্যাম থাকায় আমার আসতে তিন মিনিট দেরি হয়েছে। আমি সকালেই বাড়ি থেকে গাড়িতে উঠেছিলাম। কিন্তু গৌরনদীতে জ্যাম থাকায় ওখানে গাড়ি ৩০ মিনিটের বেশি দাঁড়িয়ে ছিল। দুই মিনিট দেরিতে আসার কারণে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। এত কষ্ট করে প্রস্তুতি নিয়েও পরীক্ষাটা দিতে পারলাম না।
ঢাবি শিক্ষক ও ববি কেন্দ্রের সমন্বয়কারী অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, নিরাপত্তা ও সুশৃঙ্খলভাবে ভর্তিপরীক্ষা সম্পন্ন করার জন্যই ১১টার পরে কাউকে কেন্দ্রে ঢুকতে দেয়া হবে না এটাই নিয়ম করা হয়েছে। আমরা আমাদের শিক্ষার্থীদের বিষয়গুলো বুঝি কিন্তু নিয়মের বাইরে আমরা যেতে পারি না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা