সংক্ষিপ্ত সংবাদ
- ২৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
শিল্প ও বাণিজ্যমেলা
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মাসব্যাপী শিল্প ও বাণিজ্যমেলার উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার নরসিংদী পৌর পার্কে চেম্বারের প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে এ মেলার উদ্বোধন করেন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বারের ভাইস প্রেসিডেন্ট হাসিব আহমেদ মোল্লা, পরিচালক নাজমুল হক ভূঁঞা প্রমুখ।
অস্ত্র উদ্ধার
মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের মহেশখালীতে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ১৩টি দেশীয় অস্ত্র ও ১১ রাউন্ড তাজা কার্তুজসহ কলিমউল্লাহ বাহিনীর কলিমসহ ছয় সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড এবং নৌবাহিনী। গোয়েন্দা সূত্রে জানা যায়, কলিমউল্লাহ বাহিনীর সদস্যরা ধলঘাটা ইউনিয়নের মুহরীগনা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
দোয়া মাহফিল
জয়পুরহাট প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জয়পুরহাট জেলা কার্যালয়ে এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর উপজেলা সভাপতি হেনা কবির প্রমুখ।
সাংস্কৃতিক প্রতিযোগিতা
ভোলায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গত বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন ভোলা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এম মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম। প্রতিযোগিতার বিচারক ছিলেন দৌলতখান উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি মো: রেযাউল কারীম বুরহানি ও ভোলা উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি ইব্রাহীম খলিল রুহী। বিজ্ঞপ্তি।
দুঃসাহসিক চুরি
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙ্গী এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম রাসেলের বাড়িতে গত শুক্রবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা আলমারিতে থাকা নগদ পাঁচ লাখ ৫৫ হাজার টাকা ও ছয় ভরি ওজনের স্বর্ণের গহনাসহ দশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। সাতক্ষীরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক সোহেল আহমেদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
জরিমানা
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুরের কাঠালিকান্দি এলাকায় কৃষিজমি হতে মাটি কাটার দায়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার যৌথ বাহিনীর অভিযানে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান। ইব্রাহিম, সবির, রিয়াজুল করিম, কাউসার, সালাউদ্দিন ও মো: হুসাইন নামের ছয় জনকে ৬টি মামলায় তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কৃষক সমাবেশ
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নে কৃষক সমাবেশ হয়েছে। গত শুক্রবার উপজেলার রানপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির সদস্য গিয়াসউদ্দিনের সঞ্চলনায় ও ফুলসুতি ইউনিয়ন কৃষক দলের সভাপতি মহিউদ্দিন রানার সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
মাদক কারবারি আটক
সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভারে ১০০৫ বোতল ফেনসিডিলসহ মাদকসম্রাট জুবায়ের হোসেন জুয়েলকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে হেমায়েতপুরের আলমনগর সুগন্ধা হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। জুবায়ের বরগুনার আমতলী থানার আটারগাছিয়া গ্রামের মরহুম দেলোয়ার হোসেনের ছেলে।
ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ওসি জালাল উদ্দিন জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
পরিচ্ছন্নতা কর্মসূচি
নীলফামারী প্রতিনিধি
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নীলফামারীতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। গত শুক্রবার জেলা পরিবেশ অধিদফতরের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ ‘জিরো ওয়েস্ট ব্রিগেড’ এর নীলফামারীর সদস্যরা অংশ নেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা