ডুমুরিয়ায় প্রশাসনের ভেঙে দেয়া ইটভাটা ৩ দিনের মাথায় চালু!
- ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
- ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা ভাঙচুর ও বন্ধের তিন দিনের মাথায় চালু হয়েছে লাইসেন্সবিহীন সেই বাহার ব্রিকস। গত ৬ জানুয়ারি খুলনা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে ওই ইটভাটার সব কার্যক্রম বন্ধ করে দেয়। কিন্তু অদৃশ্য শক্তির বলে পুনরায় ইটভাটার সব কার্যক্রম চালু করেছে ভাটা কর্তৃপক্ষ।
জানা যায়, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নে কুলবাড়িয়া এলাকায় ভদ্রা নদীর তীরে গড়ে তোলা এবং সরকারি মাটি ও নদীর জায়গা ব্যবহারসহ নানা অভিযোগে বাহার ব্রিকসের লাইসেন্স বাতিল করে জেলা প্রশাসন। গত ৬ জানুয়ারি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর স্কেভেটর মেশিন দিয়ে বাহার ব্রিকসের ইটখোলা ভেঙে এবং জ্বলন্ত ইট দমকল বাহিনীর মাধ্যমে পানি দিয়ে নিভিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ও ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসাদুর রহমান।
এ বিষয়ে বাহার ব্রিকসের মালিক আব্দুল হাই বাহার বলেন, প্রশাসনের ইঙ্গিত না পেয়ে কাজ শুরু করেনি! ইচ্ছা করলে আমি ওই রাতেই ভাটা চালু করতে পারতাম। ওই অভিযানে আমার ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ২০ লাখের জায়গায় আমাকে পাঁচগুণ টাকা দিতে হবে প্রশাসনকে। সময় হলে ঠিকই আমি উসুল করে নিবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন জানান, জেলা প্রশাসক কর্তৃক বাহার ব্রিকসের লাইসেন্স বাতিলের পরিপ্রেক্ষিতে ৬ জানুয়ারি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর অভিযান চালিয়ে ইটভাটার সব কার্যক্রম বন্ধ করে দেয়। তবে ইটভাটাটি পুনরায় চালু করেছে শুনেছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা