২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

হাজরাবাড়ী পৌর এলাকায় যানজটে অতিষ্ঠ সবাই

জামালপুর-মাদারগঞ্জ সড়ক
-

জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবৈধভাবে গড়ে উঠেছে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাস্ট্যান্ড। যত্রতত্র সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক দাঁড়িয়ে থাকায় মহাসড়কে সৃষ্টি হচ্ছে যানজট। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কটির হাজরাবাড়ী বাজার এলাকায় চারদিক থেকে রাস্তা এসে মিশেছে। এ মোড় থেকে জেলা শহর, মাদারগঞ্জ উপজেলা, মেলান্দহ শহর ও বিভিন্ন ইউনিয়নে যাতায়াত করতে হয়। খুবই জনবহুল ও গুরুত্বপূর্ণ মোড় এটি। মোড়ের একপাশে সিএনজিস্ট্যান্ড এবং বাকি তিনপাশেই সারি সারি ব্যাটারিচালিত অটোরিকশা দাঁড় করিয়ে রাখা হয়েছে। এ ছাড়া হাজরাবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের মূলফটকের সাথেও যত্রতত্র রাখা হয়েছে অটোরিকশা। সড়কের মাঝের অল্প কিছু জায়গা দিয়ে যানবাহন চলাচল করছে। এতে সৃষ্টি হয়েছে যানজট, অতিষ্ঠ হয়ে উঠছে পথচারীরা।
হাজরাবাড়ী বাজারের ব্যবসায়ী খোকন মিয়া বলেন, পৌর এলাকার সবচেয়ে বড় বাজার এটি। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ কেনাকাটা ও ব্যবসার কাজে আসেন এখানে। ফলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গাড়ি চলাচল করে। এসব নিয়ন্ত্রণে কোনো ট্র্রাফিক পুলিশ নেই।
মোড়ের একপাশে হাজরাবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজুল হক অনার্স কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাওয়া আসার ক্ষেত্রে শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হয়। সিরাজুল হক অনার্স কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, পুরো সড়কটি দখল করে আছে অটোরিকশা ও সিএনজি। পায়ে হেঁটেও চলাচলের উপায় নেই। অটোরিকশা চালক সামিউল বলেন, গাড়ি রাখার জন্য নির্দিষ্ট জায়গা না থাকায় যাত্রীর অপেক্ষায় এ মোড়ের আশপাশেই দাঁড় করিয়ে রাখতে হয় অটোরিকশাগুলো।


আরো সংবাদ



premium cement