লংগদুতে কোটি টাকার বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ
- বিপ্লব ইসলাম লংগদু (রাঙ্গামাটি)
- ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
রাঙ্গামাটির লংগদু উপজেলায় এক কোটির অধিক টাকা ব্যয়ে সোনারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইতলা ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। ভবন নির্মাণে নিম্নমানের ইট, বালু ও পাথর ব্যবহার করা হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। তারা এ ব্যাপারে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন।
জানা গেছে, ২০২৪ সালে লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইতলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কাজটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) বাস্তবায়ন করছে। এক কোটি ২০ লাখ ৫৮ হাজার ২৯৯ টাকা বরাদ্দে কাজ পান রিপন কুমার দাশ নামে এক ঠিকাদার। নির্মাণ শুরুর পর থেকেই ঠিকাদার নিম্নমানের ইট, বালু ও পাথর ব্যবহার করছেন। নির্মাণাধীন ভবনে প্লাস্টারের সময়ই ফাটলসহ আস্তর ভেঙে পড়ার চিত্র দেখা গেছে। বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে এসব বিষয় নিয়ে এলজিইডির প্রকৌশল বিভাগে অভিযোগ করা হয়েছে। তারপরও ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করে যাচ্ছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি খায়রুল হাসান বলেন, বর্তমানে নিম্নমানের ইট দিয়ে ফ্লোর কারার সিদ্ধান্ত নিয়েছে ঠিকাদার, কিছুসংখক ইট এবং বালু ফ্লোরে বিছিয়েও দিয়েছে তবে আমরা নিম্নমানের দুই নম্বর ইট দিয়ে কাজ করতে নিষেধ করেছি।
সোনারগাঁও এলাকার ৩নং ওয়ার্ডের মেম্বার খোকন বলেন, আমি এসব জানি না কেউ আমাকে কখনো বলেনি, তাই আমি বিষয়টি নিয়ে কথা বলিনি। তবে দূর থেকে মনে হয় কাজে দুই নম্বরি হচ্ছে।
লংগদু উপজেলা প্রকৌশলী শামসুল আলম বলেন, আমরা আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করবো।
অভিযোগ প্রসঙ্গে জানতে ঠিকাদার রিপন কুমার দাশকে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন ধরেনি বরং কল কেটে দিয়েছে সেজন্য তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিলউদ্দিন মাহমুদ বলেন, যেহেতু তথ্য দিয়েছেন খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা