২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

মৌলভীবাজারে ১২ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ

-

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজি ওজনের ১৮৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ সময় বহনকারী ট্রাক আটক করা হয়। এ ঘটনায় ইয়াসিন আলী (২৫) এবং রিফাত হাসান দিপু (২২) নামে দুইজনকে আটক করে পুলিশ।
গত সোমবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কলারগাও যাত্রীছাউনি এলাকা থেকে একটি মালবাহী ট্রাকে উপরে পাথর নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পাথরের নিচ থেকে এই চিনি জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী এসআই মাহমুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সিলেট থেকে আগত একটি ট্রাক তল্লাশি করি। ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ১৮৮ বস্তায় মোট নয় হাজার ৪০০ কেজি চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা। এসময় চিনি পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। চিনি পাচারকারী এই চক্র সিলেট জেলার জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা নিয়ে যাচ্ছিল। তারা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য চিনির উপর পাথর সাজিয়ে চিনি পাচারের চেষ্টা করছিল।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবুল কাশেম সরকার জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত দুইজনই সিলেটের জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ প্রায় ১২ লাখ টাকার চিনি জব্দ করে। পাচারের সাথে জড়িতদের বিরোদ্ধে মঙ্গলবার মৌলভীবাজার সদর থানায় মামলা হয়েছে।


আরো সংবাদ



premium cement
ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে নতুন কিছু নেই : রাশিয়া ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ আজ হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের খবর মিথ্যা : সিএ প্রেস উইং শেখ হাসিনা সরকারের উচ্চ প্রবৃদ্ধির দাবি ছিল জালিয়াতি : রয়টার্সকে ড. ইউনূস মধ্যরাতে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ১৬ বছর পর মুক্ত বিডিআর জওয়ানরা সালমান রহমানের আড়াই শ’ কোটি টাকার সম্পদ ক্রোক বাংলাদেশে বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনা প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী জিয়াউল ও তার স্ত্রীর হিসাবে লেনদেন ৩৪২ কোটি টাকা

সকল