সিলেটে প্রশাসনকে ব্যবসায়ীদের আলটিমেটাম
- সিলেট ব্যুরো
- ২৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
সিলেট নগরীর আল হামরা শপিং সিটিতে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখা। গতকাল নগরের বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ারের সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেয়া হয়।
গত ৯ জানুয়ারি আল হামরার চতুর্থ তলার নুরানি জুয়েলার্সের দরজা ভেঙে ২৫০ ভরি স্বর্ণ নিয়ে যায়। এ ঘটনায় নুরানি জুয়েলার্সের স্বত্বাধিকারী দেওয়ান জাবেদ চৌধুরী মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
সংবাদ সম্মেলনে বাজুস সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, মামলা দায়েরের পর থেকে পুলিশ শুধু বলছে, চোরদের তারা শনাক্ত করে ফেলেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চোরদের শনাক্ত করা গেছে। কিন্তু তাদের ধরতে বেগ পেতে হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা