২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`
লালমোহনে বিএনপির সংবাদ সম্মেলন

ভারতে বসে মিথ্যাচার ও ষড়যন্ত্রে লিপ্ত সাবেক এমপি শাওন

-

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন ভারতের কলকাতায় পালিয়ে থেকে মিথ্যাচার ও হীন ষড়যন্ত্রে লিপ্ত হওয়ায় ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন হাওলাদার।
তিনি বলেন, গত ১৬ জানুয়ারী দিবাগত রাতে পূর্ব চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুব আলম সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। রাতেই তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে তিনি ঢাকার পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হীন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সাবেক সংসদ সদস্য শাওন ভারতের কলকাতায় পালিয়ে থেকে এ দুর্ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার জন্য বিএনপির কর্মীরা মাহাবুরের ওপর হামলা করে আহত করেছে বলে অপপ্রচার করে যাচ্ছেন। ইতোমধ্যে দুর্ঘটনায় আহত স্কুলশিক্ষক মাহাবুব আলমের পরিবারের পক্ষ থেকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে মাহাবুব আলমের শ্যালক মো: সুমন তার ফেসবুক পোস্টে তিনি দাবী করেন আহত শিক্ষক মাহাবুব আলমের চিকিৎসার সমস্ত খরচ পারিবারিকভাবে বহন করা হচ্ছে। সাবেক সংসদ সদস্য শাওন কর্তৃক শিক্ষক মাহাবুবের চিকিৎসা করানোর দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, শফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক ঝান্টুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

 


আরো সংবাদ



premium cement