২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

বেলাবতে ধানক্ষেত থেকে রিকশাচালকের লাশ উদ্ধার

-

নিখোঁজের এক দিন পর নরসিংদীর বেলাবতে কাঞ্চন মিয়া (৬০) নামে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ কারিগরি বি.এম কলেজসংলগ্ন সড়কের পাশের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অটোরিকশাচালক কাঞ্চন মিয়া পাশের মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনদের বরাতে ওসি জানান, সড়কের পাশের ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের স্বজনরা থানায় গিয়ে লাশটি কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি কাঞ্চন মিয়া। তার নিখোঁজের পর এলাকায় মাইকিং করা হয়েছিল।

 

 


আরো সংবাদ



premium cement